ঢাকা: পাখির আঘাত পেয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে চলাচলকারী পাকিস্তান ইন্টারনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ।
শনিবার ইসলামাবাদ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
পিআইএ সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে আঘাত লাগে উড়োজাহাজটির। তাৎক্ষণিকভাবে ইসলামাবাদ বিমানবন্দরেই উড়োজাহাজটি অবতরণে বাধ্য হন পাইলট।
পরে ওই ফ্লাইটের ৪৭ যাত্রীকেই অন্য উড়োজাহাজে চড়িয়ে লাহোরের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজকেও মেরামতের জন্য পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪