ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ফ্লাইট শুরুর আগেই বিমানের হয়রানির শিকার হাজীরা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৪
ফ্লাইট শুরুর আগেই বিমানের হয়রানির শিকার হাজীরা

জেদ্দা: হাজীদের ফিরতি ফ্লাইট শুরু বুধবার থেকে। কিন্তু এর আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা অফিসে হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশি হাজীরা।



মঙ্গলবার দুপুরে জেদ্দার বিমান অফিসে গিয়ে দেখা গেছে,  বিশেষ কারণে পুর্বনির্ধারিত সময়ের আগে দেশে ফেরত যেতে মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে জেদ্দা বিমান অফিসে টিকিটের সময় পরিবর্তন করতে আসেন হাজীরা। কিন্তু হাজীদের কষ্ট বা সময়ের কোনো মূল্য নেই কাস্টমার অফিসারদের কাছে।
 
অফিসের প্রধান ফটকে অফিসের সময়সূচি স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেখা থাকলেও স্থানীয় সময় দুপুর পৌনে একটায় হাজীদের সেবা দেওয়ার কেউ ছিলেন না। বিমান অফিসের ভেতরে তখন শতাধিক হাজীর জটলাও দেখা গেছে।

কাস্টমার ডেস্কে একজন কর্মকর্তাকে পাওয়া গেলেও তিনি মোবাইল টিপতে এতোটাই ব্যস্ত ছিলেন যে, যাত্রীদের সঙ্গে কথা বলার সময়টুকু তার নেই।

অফিস চলাকালীন সময়ে কাস্টমার ডেস্ক ফাঁকা কেনো জানতে চাইলে বিমানের সৌদি আরব কান্ট্রি ম্যানেজার মো. আবু তাহের বাংলানিউজকে বলেন, মনে হয় খেতে গেছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই।

এদিকে সৌদি আরবের আইনের তোয়াক্কাও করছে না জেদ্দা বিমান অফিস।
 
মসজিদে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে অফিস বন্ধ করার নিয়ম থাকলেও জেদ্দা বিমান অফিসে গিয়ে সেরকম কিছু দেখা যায়নি।

নামাজের সময়ও অফিস খোলা দেখে সেবা নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করলে হাজীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন অ্যাকাউন্টসের দায়িত্বে থাকা ফজলুর রহমান মোল্লা।

মসজিদে নামাজ চলাকালে নিজে অফিসে বসে থাকলেও ‘বাংলাদেশে নামাজ পড়েন কি-না? হাজীদের এমন প্রশ্ন করছিলেন ফজলুর রহমান। তার এ আচরণে ক্ষুব্ধ হন  হাজীরা।

তবে ফজলুর রহমানের দুর্ব্যবহারের কথা মানতে নারাজ কান্ট্রি ম্যানেজার আবু তাহের।

মঙ্গলবার সেবা গ্রহণ করতে ইচ্ছুক যাত্রীর সংখ্যা শতক ছাড়ালেও দুপুর আড়াইটা নাগাদ তিনজন কাস্টমার অফিসার ২০ জনকে সেবা দিতে সক্ষম হয়েছেন। তাদের কাজের গতিও অত্যন্ত ধীর।

একটি টিকিট রি-কনফার্ম করতে মক্কা থেকে জেদ্দা আসা যেমন কষ্টের, তেমনি ব্যয়বহুল। তাই হাজীদের সেবার জন্য জনবল বাড়ানোর দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা।

বাংলাদেশ সময়:  ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।