ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

পর্যটকদের মন জয়ে সিক্স সিজন্স হোটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
পর্যটকদের মন জয়ে সিক্স সিজন্স হোটেল ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নতমানের সেবা দেওয়ায় মাত্র দেড় বছরের মাথায় গ্রাহক ও পর্যটকদের মন জয় করতে সক্ষম হয়েছে সিক্স সিজন্স ফাইভ স্টার বুটিক হোটেল।
 
প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিলাক্স ও সুইট রুম বিশিষ্ট হোটেলটিতে মোট রুম রয়েছে ৮২টি।

প্রতিটি সুইট রুমে জাকুজি, ৪৭ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, ২৪ ঘণ্টা উচ্চ গতি সম্পন্ন ওয়াই-ফাই ইন্টারনেটসহ আরও অনেক সুবিধা রয়েছে।
 
এসব সেবা দেওয়াতেই হোটেলটি সবার মনে জায়গা করে নিয়েছে বলে দাবি করলেন সংশ্লিষ্টরা।
 
এছাড়া সিক্স সিজন্স হোটেল ঢাকাতে প্রথম ইনফিনিটি ঝুলন্ত সুইমিং পুলের সেবা এক অন্যমাত্রা যোগ করেছে। যেটি হোটেলের একদম টপে অবস্থিত। সুইমিংপুল ব্যবহারকারীরা স্টিম বাথ ও হেলথ ক্লাবে সুযোগ গ্রহণ করতে পারবেন।
 
আন্তর্জাতিক পর্যটন মেলায় ৩২ ও ৩৩ নম্বর স্টলে সিক্স সিজন্স হোটেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন গ্রাহকরা।
 
শুক্রবার (২২ মে) হোটেলটির সেলস এক্সিকিউটিভ নাজিয়া খান ও শাওন ইসলাম বাংলানিউজকে জানান, নিরাপদে ভালোমানের পরিবেশে এ হোটেলটিতে পর্যটকসহ যে কেউ সুন্দর সময় কাটাতে পারেন।
 
স্টল সূত্র জানায়, গ্রাহকদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে হোটেলটি। ব্যবস্থা রয়েছে দুটি রেস্তোরাঁর। যেখানে চাইনিজ, জাপানিজ, কোরিয়ানসহ উপমহাদেশের মজাদার খাবার পরিবেশন করা হয়। সপ্তাহে সাতদিনের ২৪ ঘণ্টা কফি শপ ও রেস্তোরাঁ খোলা থাকে।
 
প্রতিদিন বুফে ডিনারের ব্যবস্থা, ব্যাংকুয়েট হল, কনফারেন্স হল বিয়েসহ বিভিন্ন ইভেন্টের জন্য গ্রাহকরা বেছে নিতে পারেন এ হোটেলটিকে। আর বুফে ডিনারে আছে বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি। স্ট্যান্ডার্টস চার্টাড ব্যাংকের এটিএম কার্ড গ্রাহকদের জন্য এ সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডের গ্রাহকরাও ৪০ শতাংশ ছাড় পাচ্ছেন।

স্পা’তে রয়েছে ৩০ শতাংশ ছাড়। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত স্পা খোলা থাকে। যেখানে থাই থেরাপিস্টরা সেবা দেন।
 
হোটেলের সেলস ও মার্কেটিং ইনচার্জের দায়িত্বে রয়েছেন রেজাউর রহমান।

তিনি বাংলানিউজকে জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। নতুনত্ব আর উন্নত মানের সেবায় এগিয়ে যাচ্ছে হোটেলটি।
 
রাজধানীর গুলশান-২’র ৯৬ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়িতেই হোটেলটির অবস্থান।
 
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, মে ২০, ২০১৫
একে/আইএ

** বিলাসীদের আগ্রহ মার্কের মালয়েশিয়া-প্যাকেজে
** ভিড় বাড়ছে ভ্রমণবিলাসীদের
** পর্যটন মেলায় নজর কেড়েছে ফোর্ড
** বিমানের টিকিট মিলছে ২০ ভাগ কম দামে
** ‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’
** প্লাটিনাম হোটেলের ১০৪ কক্ষেই সেবা
** বাংলাদেশের মেলায় প্রথমবার মালয়েশিয়ার মার্ক হোটেল
** রিজেন্টের সব টিকিটে ১০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।