ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বছরের শ্রেষ্ঠ এয়ারলাইন্স ইউএস-বাংলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বছরের শ্রেষ্ঠ এয়ারলাইন্স ইউএস-বাংলা

ঢাকা: ইন-ফ্লাইট সার্ভিস, ফ্লাইট সংখ্যা, অন-টাইম পারফরম্যান্স, সহনীয় ভাড়া, গন্তব্য সংখ্যাসহ বিভিন্ন বিবেচনায় চলতি বছরের শ্রেষ্ঠ দেশীয় এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের সংগঠন ‘বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম’ প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দিয়েছে।



রোববার (১৫ নভেম্বর) ইউএস বাংলার মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর’র ডিজিএম মো. কামরুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
ইউএস-বাংলা যাত্রা শুরুর প্রথম বছর ২০১৪ সালেও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরপর দু’বছর শ্রেষ্ঠত্বের এ স্বীকৃতি পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যাত্রীসহ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।