ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

স্যামসাং নোট-৭ বহনে সিভিল অ্যাভিয়েশনের সতর্কতা

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
স্যামসাং নোট-৭ বহনে সিভিল অ্যাভিয়েশনের সতর্কতা

ঢাকা: বাংলাদেশে যাত্রী পরিবহনে নিয়োজিত এয়ারলাইন্সগুলোর যাত্রী ও ক্রুদের বিপদজনক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্ক করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। স্যামসাং নোট-৭ নিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়।

 

২৯ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর ও ব্যবস্থাপকদের দেওয়া সতর্কতা পত্রে বলা হয়, প্লেনে ওঠার পর স্যামসাং নোট-৭ এর সুইচ অন করা যাবে না। চার্জেও দেওয়া যাবে না। কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি ও ডিভাইস ব্যাগে রাখা যাবে না। এসব ডিভাইস যাত্রীকে অবশ্যই হাতে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।