ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ড্রোন ওড়াতে বেবিচকের অনুমতি লাগবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ড্রোন ওড়াতে বেবিচকের অনুমতি লাগবে

ঢাকা: দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ড্রোন ওড়ানোর পূর্বে বেবিচকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু ড্রোনই নয়, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিষ্টেম, রিমোট কন্ট্রোলড উড়োজাহাজ, খেলনা উড়োজাহাজ উড্ডয়নের ক্ষেত্রেও নিতে হবে বেবিচকের অনুমতি।

অনুমতি নিতে অন্তত ৪৫ দিন আগে আবেদন করতে হবে। আবেদনের পর বেবিচক যাচাই বাছাই করে অনুমতি দেবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের  আকাশসীমায় যে কোনো ধরনের ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড উড়োজাহাজ, খেলনা উড়োজাহাজ উড্ডয়নের ন্যূনতম ৪৫ দিন পূর্বে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৭. ২০১৬
ইউএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।