ডিজিসিএ জানায়, ২০১৫ সালে আকাশপথে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা ছিলো ৮ কোটি ১৯ লাখ। ২০১৬ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটিতে।
মুনাফা ধরে রাখা ও যাত্রী টানতে এয়ারলাইন্সগুলোর ভাড়া কমানোর প্রতিযোগিতা যাত্রীদের এ পথে টানছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২.৬ শতাংশ মার্কেট শেয়ার বৃদ্ধির মাধ্যমে আকাশপথে আধিপত্য ধরে রেখেছে বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো। তাদের মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৯.৩ শতাংশ।
ডিজিসিএ’র জরিপে দেখা যায়, ২০১৬ সালে প্রায় ৬৪ শতাংশ ভ্রমণকারীর পছন্দের তালিকায় ছিলো ইন্ডিগো, স্পাইসজেট, গো-এয়ার’র মতো বাজেট এয়ারলাইন্স।
অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ এবং গো-এয়ার’র প্যাসেঞ্জার শেয়ার গত বছরের তুলনায় কমেছে।
সিভিল এভিয়েশন সেক্রেটারি আর এন চৌবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ২০২২ সাল নাগাদ অভ্যন্তরীণ রুটে ৩০ কোটি টিকিট বিক্রির আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
জেডএস