ইউএস-বাংলা এয়ারলাইনন্সের নিয়মিত যাত্রীদের জন্য চার ধরনের স্কাই স্টার কার্ড দিয়ে থাকে কর্তৃপক্ষ। কার্ডগুলো হচ্ছে- সিলভার, গোল্ড, প্লাটিনাম এবং টাইটেনিয়াম।
এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউএস-বাংলা’র স্কাই স্টার কার্ড ব্যবহার করে পণ্য বা সেবার উপর বিভিন্ন ধরনের মূল্যছাড় সুবিধা পাওয়া যায়।
স্কাই স্টার কার্ড ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ সারা দেশের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাশন হাউজ, জুয়েলারি কিংবা নামকরা হাসপাতালে মূল্যছাড়ের সুবিধা রয়েছে।
রাজধানীসহ বিভিন্ন পর্যটন শহরখ্যাত নামকরা আবাসিক হোটেলগুলোর সঙ্গে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্কাই স্টার গ্রাহকদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা। হোটেলগুলোর মধ্যে অন্যতম- লংবিচ হোটেল-কক্সবাজার, ওশান প্যারাডাইস-কক্সবাজার, সিটি ইন-খুলনা, হোটেল সারিনা-ঢাকা, হোটেল কক্স টুডে-কক্সবাজার, এক্সেলসিওর সিলেট, হোটেল লর্ডস ইন, হোটেল ঢাকা গার্ডেন ইন, হোটেল স্টার প্যাসিফিক- সিলেট, হোটেল রোজ ভিউ- সিলেট, দি প্যাভিলিয়ন অ্যান্ড গ্র্যান্ড পার্ক হোটেল, দি পেনিনসুলা-চট্টগ্রাম, সিক্স সিজন-ঢাকা, লেকশোর হোটেল -ঢাকা, দুসাই হোটেল-ঢাকা, হোটেল সেদোনা ইন্টারন্যাশনাল-বরিশাল, নির্ভানা ইন- সিলেট, এসকট-ঢাকা, সুইট ড্রিম-ঢাকাসহ আরো অনেক আবাসিক হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্কাই স্টার কার্ড ব্যবহারকারীরাকে রুমভাড়াসহ হোটেলের বিভিন্ন সার্ভিসের উপর মূল্যছাড় দিয়ে থাকে।
আবাসিক হোটেল ছাড়াও স্কাই স্টার গ্রাহকরা বিভিন্ন রেস্টুরেন্টে নির্দিষ্ট খাবার মূল্যের উপর ছাড় সুবিধা পেয়ে থাকে। রেস্টুরেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- কাবাব ফ্যাক্টরি, শর্মা হাট, স্কাই সেফ, দি মোগল কিচেন, সেভেন হিল, আলবিনো রেস্টুরেন্ট, হেরিটেজ রেস্টুরেন্ট, রিভার ক্যাফে-বরিশাল, এমপেরিয়াম বেনকুইট হলসহ বিভিন্ন রেস্টুরেন্টে ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকে।
আবাসিক হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো স্কাই স্টার’র গ্রাহকরা বিভিন্ন নামকরা ফ্যাশন হাউজসহ নামকরা জুয়েলার্সের শোরুম গুলোতে বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে থাকে। ফ্যাশন হাউজ গুলোর মধ্যে রয়েছে- নাবিলা, জারা, মানশা- চট্টগ্রাম, অহাং, আর্টিসান, জেন্টেল পার্ক।
এছাড়া গীতাঞ্জলী, ডায়মন্ড ওয়ার্ল্ড, ওমেন্স ওয়ার্ল্ড অন্যতম। এম কে ইলেকট্রনিক্স বা র্যাংগস্ ইলেকট্রনিক্স এর পণ্য ক্রয়ে কিংবা ব্যান্ডবক্স এর মতো বিখ্যাত লন্ড্রি সার্ভিসেও স্কাই স্টার এর কার্ড ব্যবহার করে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। এ্যাপোলো, ইবনে সিনা কিংবা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা সুবিধা গ্রহণেও স্কাই স্টার কার্ড ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্কাই স্টার কার্ড ব্যবহার করে ঢাকা- কুয়ালালামপুর-ঢাকা এবং ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ইউএস-বাংলা’র নিজস্ব সেলস্ অফিস থেকে শর্তসাপেক্ষে ১০% ডিসকাউন্ট সুবিধা এবং ৫ কেজি অতিরিক্ত লাগেজ সুবিধাও দেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসএইচ