বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলার বহরে সম্পূর্ণ নতুন একটি এয়ারক্রাফট, উৎপাদন প্রতিষ্ঠান থেকে সরাসরি এয়ারলাইন্সে যুক্ত হলো।
এর আগে এয়ারক্রাফটটি ফ্রান্সের ফ্রাংকাজাল এয়ারপোর্ট থেকে ২২ মার্চ উড্ডয়ন করে।
আগামী ৩১ মার্চ থেকে এটিআর এয়ারক্রাফটটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। নতুন যুক্ত হওয়া এটিআর-এ মোট ৭২টি আসন ব্যবস্থা রয়েছে। এয়ারক্রাফটি ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে ফ্লাই করতে সক্ষম।
ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের এয়ারক্রাফটের বহরকে সমৃদ্ধ করার লক্ষ্যে আরো তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট শিগগিরই পর্যায়ক্রমে যুক্ত করবে।
এদিকে আগামী ৩১ মার্চ থেকে ভারতের অন্যতম গন্তব্য চেন্নাইতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশি উড়োজাহাজ পরিবহন সংস্থা হিসেবে ফ্লাইট পরিচালনা করবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
টিএম/জেডএস