ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু

ঢাকা: হজযাত্রা সহজ ও গতিশীল করতে যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু করেছে। বুধবার (১০ জুলাই) বিমানের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে হজ যাত্রীরা যাতে সব তথ্য পেতে পারে সেজন্য ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসটি চালু করা হয়েছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপস।

যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করলে দেশের যেকোন প্রান্ত হতে হজ ফ্লাইট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসের মাধ্যমে হজযাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, বিলম্ব নোটিফিকেশন্স, হজ ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল ও হজ নির্দেশনা জানতে পারবেন।  

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার যাত্রা নিশ্চিত করতে এ অ্যাপস চালু করেছে বিমান।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।