শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলসহ দেশের পর্যটনকেন্দ্রগুলো আজ উন্নত হচ্ছে। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা বাংলাদেশকে দেখতে আসছে। আমাদের এ অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এমএস/এইচএডি