বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিমানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৮৭ সালের ১২ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত নবসৃষ্ট ৬, ৮ ও ১০ প্লটের এ জমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দাপ্তরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ৯৯ বছরের জন্য লিজ দেয়।
বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের নজরে এলে তিনি বেদখল জায়গা পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সব দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ধানমন্ডি সাত মসজিদ রোডে অভিযান চালান বিমানের কর্মকর্তারা। অভিযান চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূল্যবান সম্পত্তি পুনরুদ্ধার করলো। উদ্ধার মোট জমির পরিমাণ ১৩ কাঠা ৮ ছটাক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
টিএম/এএ