কুয়াশার কারণে দৃষ্টিসীমায় বিঘ্ন ঘটায় অবতরণ করতে না পেরে এসব প্লেন মিয়ানমার ও ভারতের দুই বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়াও এদিন ভোর থেকে প্রায় ৫ ঘণ্টা গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়নও বন্ধ ছিলো।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, চারটি আন্তর্জাতিক ফ্লাইট শনিবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অবতরণ করতে না পেরে একটি মিয়ানমার ও তিনটি কলকাতায় অবতরণ করেছে। এছাড়াও একই সময়ে গালফএয়ার, নভোএয়ার, ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল আহসান বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে চারটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। এর মধ্যে একটি মিয়ানমার ও তিনটি ভারতে অবতরণ করেছে। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে প্লেন ওঠানামা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিএম/জেডএস