ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে যাচ্ছেন ৪৫ ভারতীয় নাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ৯, ২০২০
ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে যাচ্ছেন ৪৫ ভারতীয় নাবিক ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন/ ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া ৪৫ ভারতীয় নাবিক ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যাচ্ছেন।

বুধবার (১০ জুন) বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে যাবেন এ নাবিকরা। মঙ্গলবার (৯ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে ১০ জুন ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৫ জন ভারতীয় নাবিক বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। তারা ইউএস-বাংলার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবেন।

আটকে পড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০ জুন ঢাকা থেকে সকাল ৯টায় উড্ডয়ন করবে এবং দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে। ৪৫ জন ভারতীয় নাবিককে ফিরিয়ে নিতে সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাইভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে।

এতে বলা হয়, ইতোপূর্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চেন্নাই ও ব্যাংককে আটকে পড়া তিন হাজার বাংলাদেশি নাগরিক এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে ঢাকা থেকে দিল্লিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন নির্দেশিত শারীরিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা থেকে দিল্লিতে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।