ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দুবাই থেকে ফিরলেন আরও ২৬৪ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৬, ২০২০
দুবাই থেকে ফিরলেন আরও ২৬৪ বাংলাদেশি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরেছেন আরও ২৬৪ বাংলাদেশি। 

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৪৩ বাংলাদেশি দেশে ফেরেন।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুবাই থেকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যারা এসেছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।