ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০২০
ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ৩ জুলাই

ঢাকা: আগামী শক্রবার (৩ জুলাই) ঢাকায় প্রথম ফ্লাইট পরিচালনা করবে তুরস্কের উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। 

মঙ্গলবার (৩০ জুন) এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।  

জানা গেছে, করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ওঠার পর বুধবার (১ জুলাই) থেকে টার্কিশ এয়ারলাইন্সকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সপ্তাহের প্রতি রোব, মঙ্গল ও শুক্রবার ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সেই হিসাবে ৩ জুলাই ভোরে বাংলাদেশে অবতরণ করবে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। ওইদিন সকাল ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে যাত্রী তুরস্কের ইস্তানবুলে যাত্রা করবে। টার্কিশ এয়ারলাইন্স ব্যবহার করে ইস্তানবুলে ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে।  

টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বাংলানিউজকে বলেন, অনেকে আগে থেকেই টিকিট কেটে রেখেছেন, তাদের যাত্রার তারিখ এই তিনদিন ছাড়া অন্য দিন হলক বিনামূল্যে পরিবর্তন করতে পারবেন।  

# ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো টার্কিশ এয়ারলাইন্স ​
# ১ জুলাই থেকে ঢাকা-ইস্তাম্বুল রুটে চলবে টার্কিশ এয়ারলাইন্স​
# ঢাকা-ইস্তাম্বুলে টার্কিশ এয়ারলাইন্সের ২৪ ফ্লাইট বাতিল

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
টিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।