ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

২৩ জুলাই থেকে বিদেশ যাত্রায় করোনা পরীক্ষা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
২৩ জুলাই থেকে বিদেশ যাত্রায় করোনা পরীক্ষা বাধ্যতামূলক ...

ঢাকা: আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশি নাগরিকদের বিদেশ গমনে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ জুলাই) সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যে সকল বাংলাদেশি যাত্রী আন্তর্জাতিক ফ্লাইট যোগে বিদেশ গমন করবেন, তাদের শর্ত পূরণ সাপেক্ষে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ১৬টি হাসপাতাল ও পরীক্ষাগারে নমুনা দিয়ে ভ্রমণের পূর্বে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নিতে হবে।

কেবল কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলপ্রাপ্ত বাংলাদেশি যাত্রীরা আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশ গমন করতে পারবেন। এ আদেশ ২৩ জুলাই থেকে কার্যকর হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ আদেশের কপি সিএএবি’র ওয়েবসাইট www.caab.gov.bd থেকে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।