ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ভিসার মেয়াদ কম থাকলে আগে টিকিট দিচ্ছে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
ভিসার মেয়াদ কম থাকলে আগে টিকিট দিচ্ছে বিমান ...

ঢাকা: সৌদি আরবের ভিসার মেয়াদ কম থাকলেই আগে টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়মে রোববারও (৪ অক্টোবর) টিকিট ইস্যু করেছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তর জানিয়েছে, যাদের রিটার্ন টিকিটের মেয়াদ আগে তাদের আগে টিকিট নয়। যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে, তাদের আগেই টিকিট দেওয়া হচ্ছে।

বিমানের কর্মকর্তারা বলছেন, এ নিয়মে অনেক ঝামেলা এড়াতে পারছেন তারা। কারণ, রিটার্ন টিকিটের তারিখ ধরে যদি টিকিট রি-ইস্যু করা হতো তাহলে বড় সংকট দেখা দিতো, অনেকেই সৌদি যেতে পারতেন না। তাই প্রবাসীদের সুবিধার্থেই যাদের ভিসার মেয়াদ কম, এ নিয়মে টিকিট দেওয়া হচ্ছে।

এ পদ্ধতির ফলে জনসমাগম এড়াতে পেরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের টিকিটের জন্য এখন পর্যন্ত কোনো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেননি প্রবাসীরা।

এদিকে সৌদি এয়ারলাইন্স রিটার্ন টিকিটের তারিখ ধরে টিকিট রি-ইস্যু করছে।  ফলে প্রতিনিয়ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন প্রবাসীরা। রোববার (৪ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয় জনসমুদ্রে পরিণত হয়। প্রবাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁওয়ের সামনের সড়ক। তবে রোববারের বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সও ঘোষণা দিয়েছে, যাদের ভিসার মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে আগে টিকিট দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।