ঢাকা: যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা কার্যকর হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ৩১ মার্চ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই নির্দেশনা কার্যকর হয়।
বেবিচক জানিয়েছে, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তারা বেবিচক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার অথবা নির্ধারিত হোটেলে থাকবেন। এছাড়া অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আগত ও ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক করোনার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে (যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে)।
বাংলাদেশ: ০৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
টিএম/কেএআর