ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

শেরপুরে আ.লী-বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে আহত ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
শেরপুরে আ.লী-বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে আহত ২৩

শেরপুর: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুর সদর উপজেলার ৪টি ‌ইউপিতে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন।

শনিবার (২৩ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে উপজেলার চরমুচারিয়া, চর পক্ষিমারী, চরশেরপুর ও বলায়েরচর ইউপিতে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনতে পুলিশ মোট ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে, জাল ভোট দেওয়ার অভিযোগে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘৃনাপাড়া কেন্দ্র থেকে ৩ জনকে আটক ও ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অনুমোদনহীন মোটরসাইকেল নিয়ে কেন্দ্রে প্রবেশের দায়ে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিবার্চনে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ