ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘হতাশা থেকে নোংরা খেলায় মেতেছেন খালেদা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মে ৩, ২০১৬
‘হতাশা থেকে নোংরা খেলায় মেতেছেন খালেদা’

ঢাকা: হতাশা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি দলের শীর্ষ পর্যায়ের পরিবার নিয়ে কুৎসা রটনার নোংরা খেলায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৩ মে) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় মে দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেন তিনি।
 
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার নেতা-কর্মীরা প্রচণ্ড হতাশায় আছেন। হরতাল ডেকে দেশের মানুষকে অবরুদ্ধ করে, শত শত মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে হত্যা করেও ক্ষমতায় যাওয়া উগ্র বাসনাকে চরিতার্থ করতে পারেননি। তাই এখন হতাশগ্রস্ত। ’

‘আর এই হতাশা থেকে ও নিজের অপকর্ম ঢাকার জন্য অন্যের চরিত্র হননের নোংরা খেলায় মেতে উঠেছেন। হতাশা থেকেই খালেদা জিয়া সরকার ও সরকারি দল এবং সরকারের শীর্ষ পর্যায়ের পরিবার নিয়ে কুৎসা রটনা করছেন। ’
 
খালেদা জিয়ার উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, নিজের, পুত্র ও পরিবারের সদস্যদের অপকর্ম ঢাকার জন্য আপনি নোংরা খেলায় মেতে উঠবেন না। আপনার বিষয়ে নোংরা কিন্তু সত্য অনেক বিষয় আমাদের জানা আছে। যদি এই নোংরা খেলা খেলেন, তবে সেই বিষয়গুলো আমরা জাতির সামনে তুলে ধরতে বাধ্য হবো।

মে দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার অভিযোগ প্রসঙ্গে ড. হাছান বলেন, খালেদা জিয়া আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। কালো টাকা সাদা করেছেন। আয়ের উৎস দেখাতে পারেননি। এ জন্য তার ইনকাম ট্যাক্সের ফাইলও ক্লিয়ার হয়নি।
 
‘তিনি (খালেদা) হয়তো ভুলে গেছেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন হাওয়া ভবন প্রতিষ্ঠা দেশে সমান্তরাল সরকার পরিচালনা করা হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে কয়েক লাখ টাকা দুর্নীতি হয়েছে। ’

তিনি বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার পুত্রই দুর্নীতিবাজ নয়, তার (খালেদা) পরিবারের অন্য সদস্যরাও বিশেষ করে তার ভাইয়েরা ৯৮০ কোটি ২০ লাখ টাকা লোপাট করেছেন। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ