ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

নড়াইলে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ২, ২০১৬
নড়াইলে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী বিএম হিমায়েত হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিশান মুন্সি (৩২) নামে একজন নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২ জুন)  দুপুর ২টার দিকে তেলকাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগের পক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

 

নিহত নিশান দিঘলিয়া পূর্বপাড়ার সিদ্দিক মুন্সির ছেলে। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটাকোল ইউনিয়নের তেলকাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় জাহাঙ্গীর আলমসহ তার লোকজন আওয়ামী লীগ প্রার্থী হিমায়েত হোসেনের সমর্থকদের ওপর গুলিবর্ষণ করে।   এতে তোফায়েল, ইমান সিকদার, শাহ আলম, মামুন সিকদার, জামাল বিশ্বাস, সুমন, আজমল মোল্যা, শামীম মোল্যা, শহিদুল্লাহ ও ফুরাদ সিকদার গুলিবিদ্ধ হন। এরা সবাই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক।  

আহতদের নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, নিশান মুন্সির শরীরের গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ০২, ২০১৬/আপডেট:১৭২৬ ঘণ্টা

এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ