ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘জঙ্গিদের পক্ষ নিয়ে জাতিকে অপমান করেছেন খালেদা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
‘জঙ্গিদের পক্ষ নিয়ে জাতিকে অপমান করেছেন খালেদা’

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়ে ঐক্যবদ্ধ বাঙালি জাতিকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

রোববার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য দিয়েছেন, তাতে বাংলাদেশের মানুষ অবাক হয়েছে, বিস্মিত হয়েছে।

‘যেখানে নিহত জঙ্গিদের পরিবারের পক্ষ থেকেও লাশ গ্রহণ এমনকি তাদের মুখ দেখতেও চাচ্ছে না কেউ। সেখানে তাদের (জঙ্গি) পক্ষ নিয়ে তিনি প্রমাণ করেছেন-খালেদা জিয়া দেশকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চান না। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সঙ্গে যুদ্ধাপরাধের বিচার বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই। বরং আমরা বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার বিষয়ে আলাপ করতে পারি।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বিশেষ বাণিজ্য সুবিধার (জিএসপি) বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি’র কথা আমাদের ভুলে যাওয়াই উচিত। যুক্তরাষ্ট্রের বাজারে এখন বাংলাদেশের সাড়ে ছয় বিলিয়ন ডলারের পণ্য রফতানি হচ্ছে।

‘২০১৩ সালে জিএসপি সুবিধা স্থগিত করার সময় মাত্র ২৩ মিলিয়ন ডলারের জিএসপি সুবিধা পেত বাংলাদেশের প্লাস্টিক, সিরামিক ও তামাক শিল্প। এসব খাতে সুবিধা চলে যাওয়ায় আমরা নগদ প্রণোদনা দিয়ে রফতানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ