ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

২০তম সম্মেলনে শক্তিশালী নেতৃত্ব উপহার দেবো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
২০তম সম্মেলনে শক্তিশালী নেতৃত্ব উপহার দেবো ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দল পরিচালনায় একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সম্মেলনস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, দেশ পরিচালানার জন্য একটি শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এজন্য আমার এবারের সম্মেলনের মাধ্যমে দলের হাতকে শক্তিশালী করতে চাই।

সম্মেলনস্থল পরিদর্শনকালে সৈয়দ আশরাফ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আরএটি/এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ