ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

খাবারের মেন্যুতে চাঙ্গা নেতাকর্মীরা

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
খাবারের মেন্যুতে চাঙ্গা নেতাকর্মীরা ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের দুই দিনের জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা ডেলিগেট, কাউন্সিলর ও অতিথিরা দলের তরফে সরবরাহ করা রুচিসম্মত খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার ( ২২ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে আসা অতিথিদের সঙ্গে খাবার নিয়ে কথা বললে তারা বাংলানিউজকে বলেন, ‘মানসম্মত খাবার পেয়ে এখন আমরা পুরোই চাঙ্গা।

সম্মেলনে আসা লক্ষ্মীপুর যুবলীগের সদস্য কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘বোঝার পর থেকে রক্তের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ। ভালো হোক আর মন্দ হোক আওয়ামী লীগই সবচেয়ে ভালো। আর তাই দলের ২০তম জাতীয় সম্মেলনে এসেছি। সম্মেলনে আসার পর রুচিসম্মত খাবার পেয়ে আমরা খুশি। ’

খাবারের মেন্যুতে কি কি দেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেশি মুরগি ২ পিছ, এক বক্স জর্দা পোলাও, একটি পানির বোতল , পেপসি ড্রিংকস সাথে একটি করে পান। '

খাবার শেষে পান খেতে খেতে তিনি বাংলানিউজকে বলেন, ‘এই যে দেখেন মানসম্মত খাবার খেলাম। দেশের অন্য কোনো রাজনৈতিক দল এত সুন্দর খাবার পরিবেশন করতে পারবে বলে মনে হয় না। ’

খাবার প্রসঙ্গে কুমিল্লা থেকে আসা মাসুদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হাতেহাতে খাবারের প্যাকেট পেয়েছি। খাবার পেতে কোনো ঝামেলা কিংবা দুর্ভোগ পোহাতে হয়নি। কিন্তু অন্য যেকোনো দলের সম্মেলন হলে খাবারের প্যাকেট তো দূরে থাক একটা পানির বোতলও আমরা পেতাম না। ’

মিরপুর শাহ আলী থানা যুবলীগের আহ্বায়ক শেখ মামুন বাংলানিউজকে বলেন, ‘সম্মেলনে আমরা যারা এসেছি সবাই খাবারের প্যাকেট পেয়েছি। এমনভাবে আমাদের আপ্যায়ন করা হচ্ছে যেন আমরা কোনো বাসায় অতিথি হিসেবে এসেছি। আর এই আপ্যায়নে আমরা অনেক খুশি। ’       

আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে মোট ৫০ হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছে সম্মেলন খাদ্য উপ-কমিটি। সব মিলিয়ে সম্মেলনের প্রথম দিন দুপুরে ৩৫ হাজার লোকের খাদ্য বিতরণ করা হয়। রাতে আয়োজন থাকবে সাড়ে ৭ হাজার লোকের, যাদের মধ্যে থাকবেন কাউন্সিলর ও ভলান্টিয়াররা। সম্মেলনের দ্বিতীয় দিন খাবার পরিবেশন করা হবে আট হাজার লোকের।

উল্লেখ্য, বিভাগভিত্তিক ১০টি বুথ তৈরি করে প্রতিটি বিভাগের নেতাকর্মীর জন্য বুথ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এজন্য ঢাকা বিভাগকে দুই ভাগে ভাগ করে দু’টি বুথ নির্দিষ্ট করা হয়েছে। আর ১০টি বুথের প্রতিটিতে ১০০ জন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন।

প্রতিটি বুথ পরিচালনার জন্য খাদ্য উপ-কমিটির দুজন করে নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।

** ঐতিহাসিক সম্মেলনে তরুণ নেতৃত্বের দাবি
**জমি বিক্রির নৌকা নিয়ে সম্মেলনে একাত্তরের নুরু মিয়া

**আ’লীগের সম্মেলনে উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস
**‘আ.লীগ ও সিপিসি বৈষম্য দূর করার নীতিতে কাজ করছে’
**‘আ.লীগ ও সিপিসি বৈষম্য দূর করার নীতিতে কাজ করছে’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ