ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

যশোরে আ’লীগের মনোনয়ন পেলেন হাদিউজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
যশোরে আ’লীগের মনোনয়ন পেলেন হাদিউজ্জামান

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যশোরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিবিদ শাহ হাদিউজ্জামান।

যশোর: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যশোরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলার প্রবীণ রাজনীতিবিদ শাহ হাদিউজ্জামান।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।



বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর শাহ হাদিউজ্জামান বর্তমানে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ হাদিউজ্জামান ৭১’র গণপরিষদের সদস্য ছাড়াও পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, প্রবীণ এ রাজনীতিবিদ মনোনীত হওয়ায় জেলা আওয়ামী লীগসহ জেলার জনপ্রতিনিধিরা দলীয় প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

ইউজি/এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ