ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

যারা নির্বাচনকে আনফেয়ার ফলকে ফেয়ার বলে তারা প্রতিবন্ধী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
যারা নির্বাচনকে আনফেয়ার ফলকে ফেয়ার বলে তারা প্রতিবন্ধী

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের রাজনীতিতেও প্রতিবন্ধী আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা ইলেকশনকে আনফেয়ার বলে আর রেজাল্টকে ফেয়ার বলে তারা রাজনৈতিক প্রতিবন্ধী।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন নাসিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তাই মেনে নেবে।

তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় প্রতিবন্ধী শিশুদের সেবার দিক থেকে বিপ্লব হয়েছে। তারা সবাই মানবিক কাজ করছে। শেখ হাসিনার কারণে আজ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী মানুষকে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন।

এসময় নাসিম  প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভাগের জন্য সুযোগ-সুবিধা ও নিয়োগে সুযোগ বাড়ানো হবে বলেও জানান।

ঝিনাইদহের শৈলকুপায় মন্ত্রণালয়ের দেওয়া কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় যদি কারও গাফেলতি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ