ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন- ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়ে মানববন্ধনে করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শনিবার (১৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠণের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচিতে এ  দাবি জানানো হয়।

এ সময় সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিমূলক দিক আবৃত্তি করেন।

আবৃত্তি করে শোনান- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনয়শিল্পী ড. ইনামুল হক, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সংগীতশিল্পী শুভ্রদেব, সাংবাদিক নেতা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকেন চিত্রশিল্পী রফিকুন নবী- ছবি: বাংলানিউজ
এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরে এনে বিচার কার্যকর করার দাবি করছি।

মানববন্ধনে আরো অংশ নেন- অভিনয়শিল্পী আজিজুল হাকিম, রোজিনা, তমালিকা কর্মকার প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকেন চিত্রশিল্পী রফিকুন নবী ও  তার সহকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এসএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ