ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সারাবিশ্ব আজ বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে গবেষণা করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সারাবিশ্ব আজ বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে গবেষণা করছে বক্তব্য রাখছেন মো. ফজলে রাব্বী মিয়া

চাঁদপুর: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সারাবিশ্ব আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ নিয়ে গবেষণা করছে। তার ভাষণ আমাদের নতুন প্রজন্মের কাছে জানাতে ও দেখাতে হবে। তবেই বাঙালি জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া।

ডেপুটি স্পিকার বলেন, জাতির জনকের আদর্শকে ধারণ ও লালন করতে হবে প্রতিটি নাগরিককে। বাঙালী জাতির রাখাল ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়েছিলেন, তা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম মাহফুজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ