ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘সৎ ও তারুণ্য নির্ভরদের মনোনয়ন দেবেন শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
‘সৎ ও তারুণ্য নির্ভরদের মনোনয়ন দেবেন শেখ হাসিনা’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: আওয়ামী মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তিকে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনোনয়ন দেবেন না। সৎ, ভালো ইমেজ সম্পন্ন ও তারুণ্য নির্ভর ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। 

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই নারী সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে তৃতীয় সৎ নেতা নির্বাচিত হয়েছেন।

যেটি নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। কারণ তিনিও একজন নারী। এটি নারীদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।  

দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাফিয়া খাতুন বলেন, দলে কোনো ভেদাভেদ রাখা যাবে না। এখন থেকে এক হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।  

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মো. আশরাফুল ইসলাম সজীব।  চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ।  

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরুদ্দিন আহমদ, সদস্য এটিম জিয়া উদ্দিন চৌধুরী,  আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি আজিজা খানম কেয়া, যুগ্ম সম্পাদক শিরীন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, সদস্য কণা জব্বার, মালিহা জামান, রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিটি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ