ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় আওয়ামী লীগের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে আলোচনা সভা

বগুড়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় আওয়ামা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিলো স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত হত্যাকাণ্ড।

যার মাশুল বাঙালি জাতিকে আজও দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধের সেই সব বীর সেনানীরা সবসময় বাঙালি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করেছে।

তিনি বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠির সমস্ত অনাচারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার ছিলো। তাদের মেধা সবসময় বাঙালি জাতির মুক্তির আন্দোলনে ভূমিকা রেখেছে। আজও সেইসব বুদ্ধিজীবীদের পরিবার মহান মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করেন।

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, রেজাউল করিম মন্টু, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, তবিবর রহমান তবি, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এসএম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, এসএম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আল রাজি জুয়েল, মন্তেজার রহমান মন্টু, আবু সুফিয়ান সফিক, শাহাদৎ হোসেন শাহিন, ওবায়দুল হাসান ববি, অধ্যাপক রফিকুল ইসলাম, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, মুঞ্জুরুল হক মঞ্জু, সাজেদুর রহমান শাহিন, নাইমুর রাজ্জাক তিতাস, আব্দুল মান্নান আকন্দ, আব্দুল মতিন সরকার, আরিফুর রহমান আরিফ, আসলাম হোসেন, আব্দুর রউফ প্রমুখ।

এর আগে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ