ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারীকে গণসংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বগুড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারীকে গণসংবর্ধনা মমতাজ উদ্দিনকে গণসংবর্ধনা

বগুড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী ও পরপর পাঁচবার সিআইপি নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার কাহালু উপজেলার মালঞ্চার ভালশুন বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, এবারের বিজয় দিবস জাতি সম্পূর্ণ ভিন্নভাবে পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে সার্বিক উন্নয়ন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিসহ বিভিন্ন সাফল্য যুক্ত হচ্ছে বাংলাদেশের মুকুটে।

তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যাকারিদের ফাঁসির রায় বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতি কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে পরাজিত শক্তি।

দেশবিরোধী অপতৎপরতা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান মমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা মনসুর রহমান মুন্নু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, এসএম রুহুল মোমিন তারিক, মাফুজুল ইসলাম রাজ, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ডা. আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ