ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দুর্গাপুরে আ’লীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
দুর্গাপুরে আ’লীগের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অব্দুল মজিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সমর্থকরা আলাদা মিছিল বের করে। এক পর্যায়ে তারা দুই পক্ষই মুখোমুখি অস্থান নেয়।

এ সময় পুলিশ তাদের দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে সাবেক চেয়ারম্যান অব্দুল মজিদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।  

এক পর্যায়ে এমপি সমর্থকরা লাঠিসোটা নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারের রাস্তার ধারে সাঁটানো ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। পরে উপজেলা মোড়ে উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি নূর হোসেনের ওষুধের দোকান ভাঙচুর চালায়।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।  

এ ঘটনার পর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ