ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াই জড়িত’

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াই জড়িত’ ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াই জড়িত’

ঈশ্বরদী: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি আর জিয়াউর রহমানের মদদে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বঙ্গবন্ধু হত্যার পেছনে। কারণ খুনিদের দেশ ত্যাগের সুবিধা, বিদেশে মিশনে চাকুরী, ইনডেমনিটি অডিন্যান্স ও অ্যাক্টের মাধ্যমে খুনিদের রক্ষা করার হীন চেষ্টাই প্রমাণ করে জিয়াই জড়িত।’

রোববার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের ইতিহাস ও অগ্রযাত্রাকে ধুলিস্যাৎ করতে চেয়েছিল।

বঙ্গবন্ধু খুনি চক্রের দোসর বিএনপি-জামায়াত চক্র আজও নানা ষড়যন্ত্রের মাধ্যমে সক্রিয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ