ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ইতিহাস বিকৃতকারীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
ইতিহাস বিকৃতকারীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।

পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, যারা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ওই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। যারা বাংলাদেশকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে মানতে পারেনি। যারা ইতিহাস বিকৃত করে, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতকারীদের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে।

বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল। এখনো তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে তরুণ যুবকদের তথা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি।

সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুল হক আতিকের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহজেবিন শিরীন প্রিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার, সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ