ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা ছাড়া খুলনার ভাগ্য পরিবর্তন হয় না: খালেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
শেখ হাসিনা ছাড়া খুলনার ভাগ্য পরিবর্তন হয় না: খালেক জনসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক

খুলনা: আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা ছাড়া খুলনার ভাগ্য পরিবর্তন হয় না। 

তিনি আরো বলেন, শেখ হাসিনা খানজাহান আলী (রূপসা) সেতু, শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, আধুনিক রেল স্টেশন, মোংলা বন্দর সচল, বন্ধ মিল কারখানা চালুসহ নগর উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজ রেলসহ পদ্মাসেতু দৃশ্যমান।

যা শেখ হাসিনার অবদান।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে ক্যাবল ফ্যাক্টরিতে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে সকালে মহানগরের খানজাহান আলী থানাধীন দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও সাথী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

জনসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নির্বাচনের সমন্বয়কারী এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ক্যাবল ফ্যাক্টরির এমডি মো. সিরাজুল ইসলাম, জিএম মো. আলাউদ্দিন আল আজাদ, সিবিএ সভাপতি আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক মোড়ল আনিসুর রহমান, শফিকুর রহমান পলাশ, শেখ ফারুক হাসান হিটলু, মোসলেম উদ্দিন, জাকির হোসেন, মেহেদী হাসান রাসেল ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মেয়র প্রার্থী সকাল সোয়া ১০টায় কাশিপুর ফুটবল ময়দানে আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম ছোট্টর মা আনোয়ারা বেগমের জানাজার নামাজে অংশ নেন, বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ি গেটের আলতাফ প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং দুপুর সোয়া ১২টায় হ্যামকো ব্যাটারি লিমিটেডের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা,  এপ্রিল ২৬, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ