ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাড্ডায় আ’লীগ নেতা খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বাড্ডায় আ’লীগ নেতা খুনের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর বাড্ডায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী (৫৪) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার চারদিন পর মঙ্গলবার (১৯ জুন) বিকেলে নিহতের স্ত্রী মুর্শিদা বেগম বাদী হয়ে মামলাটি (নম্বর-২৯) দায়ের করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় দুলাল, বিপ্লব, রহিম, কামরুলসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাড্ডা ইউনিয়ন আ'লীগ সা. সম্পাদক গুলিতে নিহত

এর আগে শুক্রবার (১৫ জুন) দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে দু’জন দুর্বৃত্ত ফরহাদকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ