ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

পুনর্গঠন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
পুনর্গঠন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন।

এর মধ্যে দু’জন হাইকোর্টের বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যার কারণে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়।  

গত কয়েকদিন আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়া হবে। এর পরই ট্রাইব্যুনাল বসবে বলেও জানান তিনি।

পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ধিত সভায় যোগ দেন। ।

এসময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ