ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি নেতাদের দাবির কোনো বাস্তবতা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
বিএনপি নেতাদের দাবির কোনো বাস্তবতা নেই বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের অভ্যন্তরে নানা ধরনের ঘটনা বা দুর্ঘটনা ঘটে। সেই ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সরকারের ব্যর্থতা বলা হয় না। কোনো দুর্ঘটনা ঘটলে সরকার সেটা আমলে নিয়ে প্রতিকার করছে কি না সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে বিএনপি নেতাদের দাবির কোনো বাস্তবতা নেই।

শুক্রবার (০৩ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে নৌমন্ত্রী শাহজাহান খান ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

>>আরও পড়ুন...সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল

তথ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনা চালক ঘটিয়েছে।

এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।  

তিনি আরো বলেন, ছোটমনিদের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও দুর্ণীতি বিরোধী আন্দোলনকে যারা সরকার বিরোধী আন্দোলনে রুপান্তারিত করার চেষ্টা করে তারা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চাই।

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ