ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আটঘরিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
আটঘরিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বৃক্ষ রোপণ অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও দু’জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরের প্রধান ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। অনুষ্ঠানে মন্ত্রী গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন গ্রুপের মিছিল নিয়ে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেধে যায়। এসময় উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহতদের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি বাধন, ছাত্রলীগ কর্মী প্রার্থ, রুমন এবং যুবলীগ কর্মী জাহিদ ও তরিকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভূমিমন্ত্রী পক্ষের আওয়ামী লীগ নেতা ও চাঁদভা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বাংলানিউজকে বলেন, মন্ত্রীর অনুষ্ঠানে মিছিল নিয়ে ঢুকতেই শহিদুল ইসলাম রতন পক্ষের লোকজন তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।  

এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তার পক্ষের দুজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বাংলানিউজকে বলেন, বৃক্ষ রোপণ অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষের সাইফুল ইসলাম কামাল একটি মিছিল নিয়ে এসে তার নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়। এতে তার পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলা অফিসে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মিছিল নিয়ে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।  

তিনি বলেন, আমার জানা মতে কেউ আহত হয়নি। পিরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ