ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনা ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
খুলনা ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ-মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

খুলনা: রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও জেলা ছাত্রলীগ।

সোমবার (০৬ আগস্ট) দুপুরে খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ-মিছিল শুরু হয়ে মহানগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, ফেরী ঘাট মোড়, শান্তিধাম মোড়, বাইতিপাড়া মোড়, আহমান আহমেদ রোড হয়ে আবার দলীয় কার্যালয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সাধারণ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে তাদের সব দাবি মেনে নিয়ে ইতোমধ্যে অধিকাংশ দাবি পূরণ করেছে সরকার।

কিন্তু তার পরও এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি মহলের ইন্ধনে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে হামলা এবং গুলি, রাষ্ট্রদূতের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের পরিচালনায় বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

তিনি বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন দিয়ে তাদের সব দাবি মেনে নিয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইতোমধ্যে দাবির অধিকাংশ পূরণ করেছেন। কিন্তু তারপরও বিএনপি-জামায়াত শিবির ছাত্রদল গুজব ছড়িয়ে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারই অংশ হিসেবে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলা ও গুলি নিক্ষেপ, সাধারণ ছাত্র ছাত্রীদের ওপরে হামলা, গাড়ি ভাংচুর, বিদেশি রাষ্ট্রদূতের ওপরে হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর ও সাংবাদিকদের ওপরে হামলা চালিয়েছে। যেটা কখনো শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না।

এসময় আরও বক্তব্য রাখেন- খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশ।

বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- কৃষকলীগ নেতা বিএম সজিব, কেন্দ্রীয় ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহমুদুল হাসান শাওন, হিরক কুমার গাইন, জিএম সালাউদ্দিন, শেখ মোহাম্মদ, খ ম হেলালুজ্জামান, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাস, মিনহাজ সুজন, আবু সাইদ রনি, আলামিন এহসান ইমু, আছাবুর রহমান রাজ, রফিকুল ইসলাম রফিক, বাপন রায়,  প্রতাম ঘোষ, দেবাশিষ বিশ্বাস লিয়ন, মিরাজুর ইসলাম মিরাজ, ইমরান হোসেন জ্যাকি, আবু সাইদ খান, মারুফুজ্জামান ড্যানি, কামরুজ্জামান ইমরান, আলিমুল জিয়া, সোহান হোসেন শাওন, আরাফাত মিয়া, তানভীর রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, শুভ সেন, জাহিদ হাসান, মাহমুদুর রহমান রাজেস, ফারহান অভি, তরিকুল ইসলাম তুফান, এম এ হোসেন সবুজ, কাজী নাজিব, শাহীন আলম, দিবাকর সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ