ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দক্ষতার অভাবে আমাদের জনশক্তি বিদেশে কষ্ট করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
দক্ষতার অভাবে আমাদের জনশক্তি বিদেশে কষ্ট করছে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

নরসিংদী: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছে।

তিনি বুধবার (২৯ আগস্ট) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) এর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) এর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আজও দেশেকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ এগিয়ে যাচ্ছে। দেশে ১৭ কোটি জনসংখ্যার মধ্যে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করছে। দেশকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি প্রয়োজন। বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রপ্তানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে।  

বাংলাদেশ কেমিক্যাল  ইন্ডাস্ট্রিজ করপোরেশন’র (বিসিআইসি) চেয়ারম্যান শাহ  মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, নরসিংদীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. আনোয়ারুল আশরাফ খান, দিলিপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার চেয়ারম্যান, শরীফুল হক শরীফসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ