ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ব্যক্তিকে নয় নৌকা প্রতীকে ভোট দেবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
ব্যক্তিকে নয় নৌকা প্রতীকে ভোট দেবেন বক্তব্য রাখছেন এমপি নিজাম উদ্দিন হাজারী, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আসছে জাতীয় নির্বাচনে ফেনীর সবকটি আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। ব্যক্তি হিসেবে নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে প্রাধান্য দিয়ে সকলে ভোট দেবেন। কেননা, প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেন না কেনো তাকেই পাস করাতে হবে।

রোববার (০২ সেপ্টেম্বর) দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, ফেনীতে হিন্দু সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করে।

বঙ্গবন্ধুকে ভালোবেসে নৌকায় সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। সে ধারাবাহিকতা ফেনীর হিন্দু সম্প্রদায় এবারের নির্বাচনেও বজায় রাখবে বলে আশা করেন নিজাম হাজারী।

এসময় তিনি কালি মন্দিরসহ জেলার সবকটি মন্দিরে বরাদ্দসহ প্রতিবছর দুর্গাপূজায় তার ব্যক্তিগত তহবিল থেকে টাকা দেবেন বলে উল্লেখ করেন।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রসিক শেখর ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।

এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার উক্য সিং, ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,  জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু চন্দন দাস, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদব মোসাদ্দেক আলীসহ অনেকে।

আলোচনা সভা শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ