ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কেন আপনার মতিভ্রম হলো? ড. কামালকে নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
কেন আপনার মতিভ্রম হলো? ড. কামালকে নাসিম

গাজীপুর: গণফোরাম ও বিএন‌পি‌সহ কয়েকটি দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে উ‌দ্দেশ্য ক‌রে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইলেকশনের কার্যক্রম শুরু করেন। অযথা কোনো দফা দিয়ে আন্দোলনের হাঁকডাক করবেন না। 

শনিবার (২৭ অ‌ক্টোর) গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্বোধনকালে নাসিম এ কথা বলেন।  

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের মুখপাত্র ব‌লেন, (বিএনপি চেয়ারপারসন) খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেন।

২০১৪ সালে নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো। মার্শাল ল’ না আসায় ড. কামাল হোসেনরা ‘হায় হোসেন, হায় হোসেন’ করেছেন। ফিতা কেটে নার্সিং কলেজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তার পাশে সোহেল তাজতিনি বিএনপিসহ ঐক্যফ্রন্টের উদ্দেশে আরও বলেন, ইলেকশন শুরু হয়ে গেছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মাঠে গিয়ে ভোট চান, জনগণ ভোট দিলে মেনে নেবো। অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার সুযোগ নেই।  

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ্য ক‌রে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ও পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগই আপনাকে ড. কামাল বানিয়েছে। কেন আপনার মতিভ্রম হলো, নীতিভ্রম হলো? আগামী নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। নৌকার বিকল্প কেবল নৌকা।  

নাসিম উল্লেখ করেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও বন্ধু। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সৈয়দা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের দুঃসময়ে হাল ধরেছিলেন। বঙ্গতাজের সহধর্মিনী সৈয়দা জোহরা তাজউদ্দীনের নামে নার্সিং কলেজের নামকরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।  

কাপাসিয়ায় নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, হঠাৎ করে আসা নেতারা কী করবে? তাজউদ্দীনের সন্তান রিমি-সোহেল (সিমিন হোসেন রিমি ও তানজিম আহমেদ সোহেল তাজ) থাকতে কাপাসিয়ায় আর কোনো নেতার প্রয়োজন নেই। তাদের পেছনে আমি আছি, শেখ হাসিনাও তাদের সঙ্গে আছেন।  

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব বদরুন নেছা, স্বাস্থ্য বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম, সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮ 
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ