ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের সংসদীয় বোর্ডের সভা রোববার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
আ’লীগের সংসদীয় বোর্ডের সভা রোববার 

ঢাকা:  আগামী রোববার (১১ নভেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে। 

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  

এদিকে শুক্রবার (৯ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। যারা দলীয় মনোনয়নের জন্য আবেদন করবেন সংসদীয় বোর্ডের সভায় তাদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

আগামী ১১ নভেম্বর সংসদীয় বোর্ডের ওই সভায় দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। এর পর সংসদীয় বোর্ড ধারাবাহিকভাবে সভা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দলটি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ