ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ  ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: মবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। 

রোববার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।  

তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। আর ১৪ নভেম্বর (বুধবার) দিনভর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।  

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের।  

উল্লেখ্য, ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রি শুরু হয়। ১০ নভেম্বর (শনিবার) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা।  

বাংলাদেশ সময়:  ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ