ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ.লীগের মনোনয়ন পেলেন সিইসির ভাগ্নে সাজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আ.লীগের মনোনয়ন পেলেন সিইসির ভাগ্নে সাজু এস এম শাহজাদা সাজু, ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে তার মনোনয়নে বিষয়টি জানা যায়। সাজুর মনোনয়নের খবরে আনন্দ-মিছিল করেছেন তার সমর্থকরা।

তবে এ আসনে যৌথভাবে প্রাথমিক মনোনয়নের চিঠি পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন।  

গলাচিপা-দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী-৩ আসন গঠিত। এ আসন থেকে আওয়ামী লীগের ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে দল থেকে এস এম শাহজাদা সাজুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ