ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ময়মনসিংহ বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা  ফটো: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন আসনে প্রার্থীদের  দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের ওই প্রার্থীদের এরই মধ্যে চিঠি দেওয়া শুরু করেছে দলটি। 

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।  

মনোনয়ন পাওয়া নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

চিঠি পাওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন, অাবুল কালাম অাজাদ ও নূর মোহাম্মদ (জামালপুর-১), মির্জা আজম (জামালপুর-৩), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), রেজাউল করিম হিরা ও ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (জামালপুর-৫), আতিউর রহমান আতিক (শেরপুর-১), মতিয়া চৌধুরী (শেরপুর-২), এ কে এম ফজলুল হক (শেরপুর-৩), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), শরীফ আহমেদ (ময়মনসিংহ-২), নাজিম উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-৩), অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৬), আনোয়ারুল আবেদিন তুহিন (ময়মনসিংহ-৯), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), মানু মজুমদার (নেত্রকোণা-১),  আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), রেবেকা মমিন (নেত্রকোণা-৪), ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোণা-৫)।  

এদিকে ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা ও ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসনে এবারও প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এসব আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ, সালাহউদ্দিন মুক্তি ও ফখরুল ইমাম বর্তমান সংসদ সদস্য।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমআইএস/এমকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ