ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না: হানিফ নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: কোনো বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না উল্লেখ করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আস্থা সব সময় ষড়যন্ত্রের প্রতি। এখন এই ষড়যন্ত্রটা তারা বিভিন্ন বিদেশিদের মাধ্যমে করার চেষ্টা করছে। রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে এখন তারা বিদেশিদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের নিজ নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির ইসতেহারে সবই প্রতারণামূলক কথা-বার্তা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখনও তাদের নেতার নাম বলেনি। কারণ তাদের নেতা তারেক রহমান দেশে এবং বিদেশে দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি। তার নাম বললে জনগণ মুখ ফিরিয়ে নেবে বলে তারা নামটি বলেনি। এর মাধ্যমে প্রমাণিত বিএনপি সব সময় জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। ’

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে কখনই জনগণের সম্পর্ক ছিলো না। যখনই তারা ক্ষমতায় গেছে তখনই জনগণের সম্পদ লুট করে খেয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করতে চাইছে। তারেক রহমান লন্ডনে বসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ’

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিল-স্লোগান নিয়ে নির্বাচনীয় প্রচারণায় অংশ নেয়। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ