ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মাঠে নেমেছেন ভালো কথা, খেলবেন ঠিকভাবে: নাসিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
মাঠে নেমেছেন ভালো কথা, খেলবেন ঠিকভাবে: নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন সামনে আসছে। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের বলছি- মাঠে খেলতে এসেছেন, নাকে খত দিয়ে এসেছেন নির্বাচনে, সেটা ভালো কথা। কিন্তু ঠিকভাবে খেলবেন। যদি ফাউল করেন, তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির সমর্থনে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস আছে।

কিন্তু অনুমোদন ছাড়া জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে মিলে নির্বাচনের মাঠে নেমেছে। এটা অবশ্যই জনগণ বিচার করবে।

মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সুরুজ তালুকদার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক সানা, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল তরফদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী গোপালপুর উপজেলার হেমনগরে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এসময় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব খান, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ